BONG 24: ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে সামনের ৫ই সেপ্টেম্বর দুবছরে পা দেবে আমি নারী সব পারি ট্রাষ্ট । তার এই বেড়ে ওঠার সব কৃতিত্ব আপনাদের যারা ব...
আমি নারী সব পারি ট্রাষ্ট তার জন্মদিনটি কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে দুটি ছোট্ট ছোট্ট কর্মসূচী গ্রহণ করেছে। ৪ঠা সেপ্টেম্বর সকাল ১১টায় দমদমের আরোগ্যম সংস্থার সহযোগিতায় আমি নারী সব পারি চাকদহের পি বি ডব্লিউ ইঁট ভাটার শ্রমিক ও তাদের পরিবারের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে।
আর মধ্যাহ্নে সবাই মিলে একসাথে ভোজের আয়োজন। ইঁট ভাটার শ্রমিক পরিবার আর কচিকাঁচাদের আনন্দধারায় ভাসতে চায় আমি নারী সব পারি ট্রাষ্ট।
আমি নারী সব পারি ট্রাষ্ট তার স্বভাব এবং উদ্দেশ্য মত নুন্যতম খাদ্য আর স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে আলো জ্বালিয়ে উজ্জ্বল করে তুলতে চাই তাদের জন্মদিনের শুভ মুহূর্তকে।
একার নয় - সবার বাড়ানো হাত আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।


.jpg)


COMMENTS