BONG 24: সমাজের প্রতি সাধ্যমতো কর্তব্য পালনের অঙ্গীকার নিয়ে প্রায় দুবছর আগে কিছু মানুষের একত্রিত প্রচেষ্টায় গড়ে ওঠে আমি নারী সব পারি ...
![]() |
আমাদের সাধ অনেক হলেও সাধ্য সীমিত তাই এযাবৎ আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বহু সহৃদয় মানুষ এবং সেচ্ছাসেবী সংস্থা।
দ্বিতীয় বর্ষপূর্তির মুহূর্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দমদম এর সংস্থা আরোগ্যম। Arogyam সংস্থাটিরও উদ্দেশ্য 'Help to Helpless' । আমি নারী সব পারি ট্রাস্ট এর সাথে মিলিত হয়ে দুঃস্থ শিশুদের ইলেক্ট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন এই আরোগ্যম। এর আগেও স্বাস্থ্য পরিসেবা নিয়ে ANSP Trust এর সাথে অসহায় শিশু ও তাদের মায়েদের কাছে পৌঁছে গেছিল Arogyam।
ANSP Trust এর ২য় বর্ষপূর্তির কর্মসূচিতে শুরুতেই ছিল স্বাস্থ্য পরিসেবা প্রদান ,পাশাপাশি ছোট ছোট শিশুদের এই পরিসেবা নিতে উৎসাহিত করার জন্য ছিল সামান্য কেক ও চকোলেট এর আয়োজন।
সবশেষে ANSP Trust এর জন্মদিন উপলক্ষে সকল মা ও শিশুদের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। তবে ওইদিন শুধু ওই আর্ত মানুষগুলো নয়, ওদের সাথে একসাথে দুপুরের আহার গ্রহণ করেছেন Arogyom এবং ANSP Trust পরিবারের সদস্যরাও। অসহায় এই মানুষগুলোকে সামান্যতম সহযোগিতা প্রদানের মধ্যে যে আত্মতৃপ্তি তাই ANSP Trust এর বর্ষপূর্তির পরম প্রাপ্তি।
আপনারা যারা বারবার ANSP Trust এর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই 🙏 আন্তরিকভাবে ধন্যবাদ জানাই Arogyam কে🙏
আগামীতে যেন এই ভাবেই আপনাদের সকলের সহযোগিতায় আরো অনেক বেশী করে আর্ত মানুষের কাছে পরিসেবা নিয়ে পৌঁছাতে পারে আমি নারী সব পারি ট্রাস্ট সেই কামনা করি 🙏
সবাই ভাল থাকুন| স্বাস্থ্য সচেতন থাকুন।
সাধু সাধু, শুভেচ্ছা রইলো,অনেক দূর এইভাবে এগিয়ে যান।
উত্তরমুছুন