BONG 24: রাজ্যের ৮০ ভাগ দিন আনা খেটে খাওয়া ইটভাটা, ট্রেন লাইনের বস্তি ,ব্রিজের নিচের মানুষগুলোর জীবন কিভাবে কাটে তার খবর কেউ রাখে না। সরকা...
BONG 24: রাজ্যের ৮০ ভাগ দিন আনা খেটে খাওয়া ইটভাটা, ট্রেন লাইনের বস্তি ,ব্রিজের নিচের মানুষগুলোর জীবন কিভাবে কাটে তার খবর কেউ রাখে না। সরকার আসে, সরকার যায়, এদের ভোট নিয়েই। কিন্তু পরিবর্তন হয়না এদের। ওরা সেই এক জায়গাতেই আটকে থাকে ওদের নিরানন্দের জীবন নিয়ে। ওদের নিয়ে কাজ করবে এমন প্রয়াশ নিয়ে আজ থেকে দুবছর আগে গড়ে উঠেছিল আমি নারী সব পারি (ANSP Turst) নামের সেচ্ছাসেবী সংস্থাটি। নিজেদের ছোট্ট ক্ষমতা নিয়ে শুরু করেছিল অসহায় নারী ও শিশুদের সামাজিক অবস্থান ও স্বাস্থ্য পরিষেবার মত মহতী উদ্যোগ ।
গত ১৩ই সেপ্টেম্বর আমি নারী সব পারি (ANSP Trust) পরিবার হাজির হয়েছিল চাকদহের PBW ইটভাটায়। উপলক্ষ্য ছিল ANSP Trust পরিবারের শুভাকাঙ্ক্ষী নীতা অধিকারী, সঙ্গীতা পান্ডে'র বাবা তথা সমীতা ভৌমিক এর শ্বশুর মশাই ও সঞ্চারী অধীকারী'র দাদু স্বর্গীয় ব্রজেন্দ্র ভৌমিক মহাশয় এর মৃত্যুবাষিকী।






















COMMENTS