সংহিতা বুবুন, কলকাতাঃ রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতিবিদরা সাধারণ জনগণ কে প্রতি মূহুর্ত ব্যবহার করে চলেছে। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি ...
সংহিতা বুবুন, কলকাতাঃ রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনীতিবিদরা সাধারণ জনগণ কে প্রতি মূহুর্ত ব্যবহার করে চলেছে। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি তে ছাই চাপা পড়ে যায়। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী ’মন কি বাত’ শোনান, কিন্তু উনি কি সাধারণ জনগনের কথা শুনছেন বা ভাবছেন? দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তার উপর বই খাতা, জামা কাপড় , মুড়ি, বিস্কুট ,দুধ, মাখন সব কিছুর উপর বাড়তি কর বা জি এস টি বসেছে ।
অতিমারি করোনার দাপটে বহু মানুষ কাজ হারিয়েছে, বহু সংস্থা কর্মচারীদের বেতন কমিয়েছে , কর্মসংস্থানের সুযোগ কমেছে সব মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ।ভোজ্য তেলে, পেট্রল, গ্যাসের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মধ্যবিত্ত যে টাকা দিয়ে গ্যাস কিনছে একজন লাখপতিও সেই দাম দিয়েই গ্যাস কিনছে। এটা কি কেন্দ্র দ্বিচারিতা করছে না? কিন্তু না সেদিকে প্রধানমন্ত্রী নজর নেই ।
মোদি জি বেশ কিছু ভালো কাজও করেছেন যেমন দীর্ঘ দিনের সমস্যা রামমন্দির, তিন তালাক, কাশ্মীর সমস্যার কিন্তু উল্টো দিকে ২০১৭ থেকে পেট্রলের দাম ক্রমাগত বেড়ে চলেছে । ফলে ছোটো ব্যবসায়ীদের চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে। সব থেকে বেশী অসুবিধার মধ্য রয়েছে ছোট ও মাঝারী ব্যবসায়ীরা।
সাধারণ মানুষের মতামত শুনতে পুরো পর্বটি দেখুন।
ভিডিও নির্মানঃ
Host: Koushik Chatterjee
Reporter: Sanhita Bubun
Editing: Sanjoy Kr Dutta



COMMENTS