কৌশিক চ্যাটার্জি, কলকাতাঃ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার যা বেহাল অবস্থা সরকারী হসপিটাল কিংবা বেসরকারী নার্সিংহোমগুলোতে সাধারণ মানুষ শা...
কৌশিক চ্যাটার্জি, কলকাতাঃ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার যা বেহাল অবস্থা সরকারী হসপিটাল কিংবা বেসরকারী নার্সিংহোমগুলোতে সাধারণ মানুষ শারিরিক অসুস্থতা নিয়ে যেতে রীতিমত ভয় পায়। অ্যাম্বুলেন্স ও থেকে ওষুধ সবকিছুতেই দুর্নীতি বাসা বেঁধেছে। কিন্তু এর মাঝেও কিছু সৎ মানুষ তাদের সৎ প্রয়াশের মাধ্যমে স্বাস্থ্যপরিষেবা করে চলেছে প্রতিনিয়ত। সুপার নোভা কেয়ার হোম তার জ্বলন্ত উদাহরণ।
এই নার্সিংহোম এর কর্ণধার পায়েল মুখার্জি’র কাছে শোনা যাক প্রতিষ্ঠানটি গড়ে তোলার গল্প। ২০১০ সালে পায়েলের মা লিভার সিরোসিস রোগে আক্রান্ত হন। ২০১৬ সালে সেটা খুব বাড়াবাড়ি আকার ধারণ করে। প্রচন্ড রক্তবমি শুরু হলে তাকে নিয়ে কলকাতার নানা নার্সিংহোমে চিকিৎসার জন্যে নিয়ে যান এবং সব নাসিংহোমই ওনাকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। প্রায় ৬/৭ ঘন্টা কলকাতার রাস্তায় অসুস্থ মাকে নিয়ে ঘুরে বেড়ান পায়েল মুখার্জি। অবশেষে তার মা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পেশাগত দিক থেকে পায়েল মুখার্জী পি এইচ ডি স্কলার আর তার স্বামী রীতব্রত মুখার্জী সিভিল ইন্জিনিয়ার। মায়ের মৃ্ত্যুতে পায়েল এতটাই ভেঙে পড়েন যে তিনি তার কেরিয়ারের কথা ভুলে নেমে পড়েন অসহায় গরীব মানুষের পাশে । ২০১৮ সালে পায়েল নিজের বাড়ী, গয়নাসহ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে গড়ে তোলেন সুপার নোভা কেয়ার হোম নামে এক মানবিক চিকিৎসা কেন্দ্র, যেখান থেকে তিনি অসহায় মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেন খুব নুন্যতম খরচে। পায়েলের মতে, চিকিৎসা পরিষেবায় যেটা সবচেয়ে বেশী প্রয়োজন সেটা হল মানবিকতা যার অভাব আমাদের শহরের কর্পোরেট নাসিংহোমগুলোতে চোখে পড়ে। সেই মানবিকতার ছোঁয়া তিনি রেখেছেন তার নাসিংহোমের প্রতিটি বিভাগে। কোন অসুস্থ মানুষ তার কাছে চিকিৎসা করাতে এলে কোন অ্রগ্রিম টাকা জমা দেয়ার প্রয়োজন হয় না, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা শুরু করেন তারা । কখনও কখনও এমনটিও দেখা যায় চিকিৎসা শেষে কোন রোগীর যদি অর্থনৈতিক সমস্যাও থাকে সেক্ষেত্রেও বিল এ বড় ধরনের ছাড় এর ব্যবস্থাও করা হয়। সরকারের কাছে পায়েলের একটাই আর্জি - তারা যদি তার এই সামাজিক কর্মকান্ডে সামান্যতম সহযোগীতার হাত বাড়ায় তবে তিনি এই পরিষেবা রাজ্যের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।এরকম আরও কিছু সৎ মানুষ যদি সমাজকল্যানে এগিয়ে আসে যেখানে কোন রাজনৈতিক ছোঁয়া কিংবা অর্থের লালসা থাকবে না, তাহলেই কিন্তু একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে।ভিডিও নির্মানঃ
Host: Koushik Chatterjee
Voice Over: Pinakshi Chatterjee
Editing: Sanjoy Kr Dutta




COMMENTS