ভালবাসলে তবে কি একলা হয় অবশেষে ? ভালবাসলেই কি মানুষ বুকে কান্না চেপে হাসে ? গানপাগল মানুষটি তার কথা সুর ও সঙ্গীতে একলা গানটিতে হাজার জ...
ভালবাসলে তবে কি একলা হয় অবশেষে ? ভালবাসলেই কি মানুষ বুকে কান্না চেপে হাসে ? গানপাগল মানুষটি তার কথা সুর ও সঙ্গীতে একলা গানটিতে হাজার জিজ্ঞাসায় একজন মানুষের একাকীত্বের কথা প্রকাশ করেছেন।
শিল্পী আরিফ রানা সুদুর ফ্রান্সে বসেই বাংলার প্রতিটি গানপাগল মানুষের জন্য একের পর এক গান বেঁধে চলেছেন। আরিফের প্রতিটি গানেরই একটা নিজস্বতা থাকে। যেমন নিজস্ব একটি ছন্দে তৈরী করেছেন তার এবারের গান একলা ।
চলুন, শুনে নেয়া যাক আরিফ রানা’র কথা, সুর আর সঙ্গীতে বাঁধা গান একলা ...
আশা করি প্রতিবারের মত আরিফের একবারের গানটিও শ্রোতার মন ছুঁয়ে যাবে।

COMMENTS