Projapoti: A quantum leap in terms of middle-class prejudices
বং 24 ডেস্কঃ অভিনেতা দেব এর কথায় - রাজনীতির জন্য মানুষ নন, মানুষের জন্যই রাজনীতি.., বারবার একই কথা বলে এসেছেন তিনি। কারণ, সিনেমার জন্য দর্শকদের ভালবাসাতেই আজ তারা অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং দেব সুপারস্টার, রাজনীতির জন্যে নয়। ‘প্রজাপতি’ নন্দনে শো না পাওয়া নিয়ে সম্প্রতি মারাত্মক বিতর্ক হয়। তবে এবার যাবতীয় বিতর্ককে ছাপিয়ে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’। বক্সঅফিসেও হিট এই ছবি!
এক দিনেই ১ কোটি আয় করে নিয়েছে ‘প্রজাপতি’। ১লা জানুয়ারির বক্সঅফিস হিসেব বলছে, শুধুমাত্র এই বিশেষ দিনেই দেব, মিঠুনের সিনেমা ১ কোটি টাকা আয় করে নিয়েছে। করোণা পরবর্তী সময়ে বাংলা সিনেমার ইতিহাসে যে হিসেব নিঃসন্দেহে এক বেঞ্চমার্ক।
ছবিতে একজন ভারতীয় বিনোদন দুনিয়ার মেগাস্টার, আরেকজন টলিউডের সুপারস্টার। অতঃপর দেব-মিঠুন যে সিনেমায়, তা নিয়ে যে দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল যে থাকবে, তা বলাই বাহুল্য। রিলিজের আগে থেকেই তা আন্দাজ করা গিয়েছিল দর্শকদের উন্মাদনা দেখে। রিলিজের পর একেবারে বাজিমাত করে দিলেন দেব-মিঠুন।
অভিজিৎ সেনের পরিচালনায় এক মধ্যবিত্ত সংসারে বাবা-ছেলের রোজকার খুনসুঁটির গল্প। মশলাদার রাজনৈতিক টিপ্পনি, পুরনো বন্ধুত্ব ফিরে পাওয়া, ভাব-ভালবাসা, সমাজের প্রচলিত প্রথা ভাঙা.. সিনেমার সমস্ত উপকরণ ঢেলে দারুন চিত্রনাট্যে তৈরি এই ছবি। বিশেষ করে নজর কেড়েছে বাবা গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তীর অভিনয়। বাড়ির কর্তার মতোই তিনিও হয়ে উঠেছিলেন ‘প্রজাপতি’র কর্তা ! এই ছবি তাঁরই। দেব যদি ‘প্রজাপতি’র ‘অর্জুন’ হন, তাহলে মিঠুন চক্রবর্তী এই সিনেমার ‘সারথি কৃষ্ণ’। আর দেব-মিঠুন অভিনীত বাবা-ছেলের এমন রসায়ন দেখতেই দর্শকরা ভীড় জমিয়েছিলেন প্রেক্ষাগৃহে।




COMMENTS