Srijit Mukherjee is going to pay special respect to Mrinal Sen on his birth centenary. Chanchal Chowdhury is playing the title role of this film.
বং 24 ডেস্কঃ মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে বিশেষ ভাবে সম্মান জানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। কালজয়ী পরিচালকের জীবনের উপর তৈরি করছেন পদাতিক। এই ছবির নাম ভূমিকায় রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ১৫ জানুয়ারি থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। যদিও বাবা মারা যাওয়ার কারণে এতদিন ঢাকাতেই ছিলেন চঞ্চল। বুধবার ফেসবুকে জানিয়েছেন যে ঢাকা থেকে কলকাতায় আসছেন। বৃহস্পতিবার শহরে এসে পৌঁছেছেন তিনি। তবে কলকাতায় আসা মাত্র কাজে যোগ দেননি। বরং একটা দিন বিশ্রাম নিতে চান তিনি। সেই কারণে শুক্রবার কাজ রাখেননি। শনিবার থেকে সৃজিত মুখোপাধ্যায়ের সেটে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেছেন, "আমার খুবই ভালো লাগছে। এই চরিত্র নিয়ে অনেকে আলোচনা করছেন। এমন একটা সিনেমায় কাজের সুযোগ পেয়ে সত্যিই ভালো লাগছে। দেখা যাক কী হয় ।"
আগামী দু' মাস হাতে কোনও কাজ রাখেননি চঞ্চল চৌধুরী। এতদিন ঢাকায় বসে চরিত্রের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। তাঁর কথায়, "প্রথম ধাপের শ্যুটিং শুরু হয়েছে। আপাতত কলকাতায় শ্যুট হবে। তারপর মুম্বইসহ আরও কয়েকটি জায়গায় শ্যুটিং হবে।" জানা গিয়েছে, ১০দিন পদাতিকের শ্যুট করবেন চঞ্চল। তারপর ফিরে যাবেন বাংলাদেশে। সহ অভিনেতা অভিনেত্রীদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ফলে তাঁদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করবেন।
ওপার বাংলায় বসেই পদাতিক ছবির লুক টেস্ট করেছিলেন চঞ্চল। এই সিনেমায় তাঁর বেশ কয়েকটি লুক রয়েছে। কারণ, ছবিতে মৃণাল সেনের নানা বয়সের চেহারা দেখানো হয়েছে। জানা গিয়েছে, পদাতিক ছবিতে ছ' থেকে সাত ধরনের লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। উল্লেখ্য, অভিনেতার লুক টেস্টের জন্য মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু বাংলাদেশে গিয়েছিলেন। রূপাঙ্কনের পর তাঁর লুক টেস্ট হয়।
ইতিমধ্যেই চঞ্চল চৌধুরীর নানা লুক প্রকাশ্যে আনা হয়েছে। যা দেখে ভাষা হারিয়েছেন সিনেপ্রেমীরা। মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল যেন পারফেক্ট। তবে চঞ্চলকে পরিণত মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে। পরিচালকের কম বয়সের চরিত্রে অভিনয় করছেন কোরক সামন্ত। চঞ্চল চৌধুরীর সঙ্গে চরিত্র শেয়ার করার সুযোগ পেয়ে তিনি খুশি। ছবিতে মৃণাল পত্নী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে। নিজের সেরাটা দিয়ে এই চরিত্রে অভিনয় করার অঙ্গীকার নিয়েছেন মনামী। আর সম্রাট চক্রবর্তী অভিনয় করছেন মৃণাল পুত্র কুণাল সেনের চরিত্রে।
টিম 'পদাতিক'কে বিগ বি’র শুভেচ্ছা -

এদিকে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে 'পদাতিক' ছবির পোস্টার শেয়ার করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সঙ্গে লিখছেন, 'অনেক শুভেচ্ছা।' সঙ্গে হ্যাশট্যাগে চঞ্চল চৌধুরী এবং সৃজিৎ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। বিগ বি-র এই শুভেচ্ছাবার্তা আপ্লুত নেটিজেনরা। তাঁরাও বলিউডের শাহেনশাহ'কে ভালোবাসা জানিয়েছেন।
COMMENTS