Who else will come to tell stories. There can be no reason for Irrfan to leave us so soon, who were clinging to sunshine and optimism in dark times.
বং 24 ডেস্ক, ব্লগSHOT: অজাতশত্রু কি তবে একেই বলে? Life in a Metro র কঙ্কণার মতো মুম্বাইয়ে একা থাকে যে মেয়েটি সেও কাঁদছে আবার life of Pie বা Namesake দেখে ফ্যান হয়ে গেছিল যে ইউরোপীয় যুবক সেও কাঁদছে। মিস করছে ইংরেজি সাহিত্যের সেই ছাত্র যে প্রতিটা Shakespearean চরিত্রে ইরফানকে খুঁজে পেত, বিশ্বাস করতো ইরফান সব চরিত্রে অভিনয় করতে পারে। রান্নাঘরে ঝরঝর করে কেঁদে ফেলছে কোন এক গৃহবধূ, ওর ও তো ইচ্ছে ছিল Lunchbox এর নিমরত কৌরের মতো ৫৩ বছর বয়সী কাঁচা পাকা চুলের ইরফানের সাথে প্রেম করে। সাত খুন মাফের ইরফানের মতো হয়তো ইরফান একদিন ওকে বলবে, পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন।
" আরে এ ভাইসাহাব বাঙালি আছে। আমি ও বুঝি বাংলা। আমার বিবি বাঙালি আছে। লেকিন ঠিক সে নেহি বোল পাতা। ইসলিয়ে ট্রাই ভি নেহি করতা- আধা বাঙালি মে বোলনা- আমি রোসোগোল্লা ভালোবাসি, মিষ্টি দই ভালোবাসি & all ঠিক নেহি লাগতা! একদিন পুরা শিখ লুংগা"
ইরফান অসুস্থ ছিলেন কিন্তু লড়াকু ছিলেন। বারবার যখন উনি বিদেশে উড়ে যাচ্ছেন, ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে। তারপর জ্যায়সে ফিলমো মে হোতা হে, ফিরে আসবেন রাজার হালে। কিন্তু ইরফান তো হ্যাপিস এন্ডিং এর ওই স্টিরিওটাইপ এ কোনদিন ছিলেন না। নতুন নতুন গল্প বলে যেতে পছন্দ করতেন।
আর কে আসবে নতুন গল্প বলতে। অন্ধকার সময়ে ইরফান কে আমরা যারা রোদ্দুরে,আলোয়, আশাবাদে আঁকড়ে বাঁচছিলাম, তাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাওয়ার কোন কারন থাকতে পারে না।
আপনি প্লিজ ফিরে আসুন জলদি কোটরে পরা চোখ আর ওই অমায়িক হাসিটা নিয়ে। প্লিজ৷ স্ক্রিপ্ট রাইটারকে বলুন না প্লিজ, এই বিচ্ছিরি বাজে পচা টুইস্ট টা না দিয়ে প্লটে আপনাকে ফিরিয়ে আনতে। ঝরঝরে বাংলা শিখতেই হবে এবার। আনন্দ ছবির রিমেক করতে হবে এবার। একবার আমাদের মতো হেরো মানুষগুলোকে বলতে হবে,"বাবুমশাই জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে।"
শুভ জন্মদিন ইরফান খান।
©ময়ূখ রঞ্জন ঘোষ




COMMENTS