Stones pelted at Vande Bharat Express in West Bengal's Malda,
বং ২৪ ডেস্ক, ব্লগSHOT: ছি! লজ্জায় মাথায় হেট হয়ে যাচ্ছে আমাদের এই আচরণ দেখে। এই জংলিপনা দেখে। এই দানবীয় উল্লাস দেখে। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই বন্দে ভারত এক্সপ্রেসের মত হাই প্রোফাইল ট্রেনে পাথর বৃষ্টি মালদায়। কাঁচে ফাটল, আতঙ্কিত যাত্রীরা। জানোয়ারের মত এই আচরণ বলবো না এটা বলায় জানোয়ারদের ছোট করছি? এরা কারা? যারা ট্রেনে পাথর মেরে আনন্দ পায়? কারা এরা যারা পানের পিক, গুটখার দাগে ভরিয়ে দেয় ট্রেনের বগি? কারা এরা যারা কথায় কথায় সরকারি সম্পত্তি ভাঙচুর করে? ট্রেন জ্বালায়? কী আনন্দ পাওয়া যায় দূরপাল্লার ট্রেনের কাঁচ ভেঙে?
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রাজনীতি হোক, বিতর্ক হোক, না পছন্দ হলে অন্য ট্রেনে করে যান বা বিমানে যান, কিন্তু উপভোক্তা হিসেবে ন্যূনতম কর্তব্য আমরা পালন করব না? একদিকে ট্রেনের তোয়ালে চুরি করবো আর অন্যদিকে বলবো রেল কেন চাদর, তোয়ালে দেওয়া বন্ধ করে দিয়েছে? একদিকে এয়ার ইন্ডিয়ার ছুরি, কাটা চামচ পকেটে করে নিয়ে আসবো আর অন্য দিকে অবাক হবো কেন এয়ার ইন্ডিয়ার এই হাল? সত্যি কেন ট্রেনের বাথরুমের মগ চেন দিয়ে বেঁধে রাখতে হবে? আমাদের সামান্যতম লজ্জা লাগবে না?
কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন যারা এই পাথরগুলো ছুঁড়ে কাঁচ ভাঙছে ট্রেনের। প্রয়োজনে আর্থিক জরিমানা করা উচিৎ। কাঁচ কিনতে যত টাকা লাগবে, পিক পরিষ্কার করতে যত টাকা লাগে, স্টেশন পরিষ্কার করতে একটি সংস্থা যত টাকা নেয়, সেই টাকা আদায় করা উচিত। এরপর যদি রেল একটা মোটা টাকা আগে থেকে নিয়ে রাখে সিকিউরিটি ডিপোজিট হিসেবে, খুব কি ভুল করবে? গেল গেল রব উঠবে?
যতদিন না আমরা সরকারি সম্পত্তি, ট্রেন, নতুন বানানো রাস্তা, ঝাঁ চকচকে হাইওয়ে, আধুনিক বিমান পরিষেবা, শিল্প ও অত্যাধুনিক পরিকাঠামো সম্পর্কে যত্নশীল হতে পারছি, ততদিন কোন সরকার বন্দুক ঠেকিয়েও এর ঠিকমত রক্ষণাবেক্ষণ করতে পারবেনা।

COMMENTS