Written by : Biplob Chatterjee | bong24 লাইফস্টাইলঃ ৭৫ বছর এ পা দিল ভারতবর্ষের স্বাধীনতা। ১৫ই আগষ্ট ২০২২ সারাদেশে মেতে উঠেছিল তেরঙ্গার দোল...
কত আশা ছিল - দেশ স্বাধীন হলে ভাল থাকবো আমরা।দুবেলা দুমুঠো অন্ন, নিরাপদ জীবন অর্থাৎ আত্মনির্ভর হতে পারবো আমরা। শোষণ, নিপিড়নের অবসান হবে।
একবার বুকে হাত দিয়ে বলুন তো -- স্বাধীনতার ৭৫ বছর পার করে আমরা সবাই ভালো আছি ? আপনি? আমি? আমরা? না, স্বাধীনতার ৭৫ বছর পর আমরা কেউ ভালো নেই। আজও দেশের প্রায় ৭০ ভাগ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়।
বর্ধমানে কৃষক শহিদুল বাপের কাছে চাষাবাদ শিখেছে। কয়েক বিঘা চাষ করতে আজ সে দেনার দায়ে জর্জরিত। শিল্পাঞ্চলের কারখানাগুলি বন্ধ হবার মুখে।বারাকপুর শিল্পাঞ্চলে হাতে গোনা কয়েকটি চটকল চলছে। একটা সময় মিলের সাইরেনে এখানকার মানুষের ঘুম ভাঙতো। সে মানুষগুলো আজ অনাহারে অর্ধাহানে দিন কাটাচ্ছে।
না, কোন বির্তক নয়। স্বাধীনতা নিয়ে আমাদের আবেগ থাকবে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবো যাদের আত্মত্যাগে এসেছে দেশের স্বাধীনতা। সেটা ১০ বছর হোক আর ৭৫ বছর।তবে দেশের হতদরিদ্র মানুষগুলোকে অনাহারে, অর্ধাহারে রেখে নয় এই সমারোহ বড় বেমানান লাগছে।মনে হয় রাজনৈতিক স্বার্থ ছাড়া কিছু নয়। যদিও এ অভিমত আমার একান্ত ব্যক্তিগত।
ছবি: গুগল | ভিডিও নির্মানঃ সঞ্জয় কুমার দত্ত | স্ক্রিপ্টঃ অনির্বাণ কুন্ড ু




COMMENTS