অরণ্য ,ঝাড়গ্রাম- ২৬ আগষ্ট : আজ ফের হাতির হামলায় মারা যান এক মহিলা। এত কিছুর পরও বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং বনদফতর এর ভূমিকা উদাসীন।...
অরণ্য ,ঝাড়গ্রাম- ২৬ আগষ্ট: আজ ফের হাতির হামলায় মারা যান এক মহিলা। এত কিছুর পরও বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং বনদফতর এর ভূমিকা উদাসীন।
বুধবার ঝাড়গ্রাম শহরে হাতির হামলায় ৪জনের মৃত্যুর পর আজ আবার এক বয়স্ক মহিলার মৃত্যু হল ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়াতে।
শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহরা গ্রাম পঞ্চায়েতের ঘটিডুবা এলাকায় হাতির হামলায় লক্ষ্মী মাহাতো নামে প্রায় ৬৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় । যার ফলে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেদাবহড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মী মাহাতো চাষের জমিতে কাজ করার জন্য পায়ে হেঁটে ঘটিডুবা যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে তাঁকে আছাড় মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারবাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। গত তিন দিনে ঝাড়গ্রামে হাতির হামলায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটে এবং তিনজন আহত হয় ।
![]() |
গত বুধবার ঝাড়গ্রাম শহরে ও শহর সংলগ্ন এলাকায় তিনজনের মৃত্যু হয় পরদিন হাসপাতালে আহত একজন মারা যান এবং আহত হয় দুইজন । বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের মাসাংডিহি এলাকায় একজন হাতির হামলায় আহত হয়।
শুক্রবার সকালে হাতির হামলায় ঝাড়গ্রাম ব্লকের ঘটিডুবা এলাকায় লক্ষ্মী মাহাতো নামে মহিলার মৃত্যু হয়। হাতির হামলায় মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে । এত কিছুর পর ও বনপতিমন্ত্রী বিরবাহা হাঁসদা র কোনো দেখা পাওয়া যায়নি। যতদিন যাচ্ছে হাতি মানুষ সংঘর্ষর সম্ভাবনা বাড়ছে।
কৃতজ্ঞতা স্বীকারঃ সংহিতা বারুই




COMMENTS