Bong 24 : কলকাতা শহরের গল্প নিয়ে পাভেলের নতুন ছবি কলকাতা চলন্তিকা। ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনি...
Bong 24 : কলকাতা শহরের গল্প নিয়ে পাভেলের নতুন ছবি কলকাতা চলন্তিকা। ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, Bong Guy খ্যাত কিরণ দত্ত কলকাতা শহর নিয়ে এ ছবি । মাত্র তিন দিনের ঘটনার সমাহার নিয়ে আসছে কলকাতা চলন্তিকা।
বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্টের ছাতার তলায় শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপিকা স্বাতী বিশ্বাস। পাভেলের কথায়, ‘‘আমার জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড় হওয়া জুড়েই আছে কলকাতা চলন্তিকা-র বীজ। আমি এক আদ্যন্ত শহুরে কাক। শহর কলকাতার সব অলিগলি রাস্তাঘাট আমার ঘরবাড়ি।’’ স্বাতী ও পাভেল তাঁদের শহর-প্রেমের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবিতে। কলকাতা চলন্তিকা রিলিজ হচ্ছে ২৫শে আগষ্ট ২০২২।




COMMENTS