কৌশিক গাঙ্গুলী'র ছবি 'লক্ষ্মী ছেলে' তথাকথিত নীচু জাতের ঘরে জন্মেছে এক বিস্ময় বালিকা। তাঁর দুটো নয়, চারটে হাত। রটে গিয়েছে সে দেবী...
কৌশিক গাঙ্গুলী'র ছবি 'লক্ষ্মী ছেলে'
তথাকথিত নীচু জাতের ঘরে জন্মেছে এক বিস্ময় বালিকা। তাঁর দুটো নয়, চারটে হাত। রটে গিয়েছে সে দেবীর অবতার! তাঁকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষজন। প্রণামী বাক্স ভরছে, এমনকী সমাজের উঁচু স্তরের মানুষরাও এই ‘দেবী’র আর্শীবাদ নিতে আসছেন। কিন্তু তরুণ শহুরে ডাক্তারদের দলের বুঝতে অসুবিধা হয়নি, সে কোনও দেবীর অবতার নয়। প্রাণ বাঁচাতে ওই খুদের প্রয়োজন অস্ত্রোপচার, না হলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে কী করে সেই শিশুর প্রাণ বাঁচাবে আমির ও সঙ্গীরা?
অন্ধবিশ্বাস আর বিজ্ঞানের লড়াই, ভারতীয় সমাজব্যবস্থার রন্ধে রন্ধে গেঁথে থাকা জাতপাতের বিভেদ উঠে আসবে এই ছবিতে। একদিকে গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, আর অন্যদিকে শহুরে শিক্ষিত চিকিৎসকদের এক খুদের প্রাণ বাঁচানোর চেষ্টা- কে জয়ী হবে এই লড়াইয়ে? নাকি এই লড়াইয়ে নেমে গভীর মূল্য চোকাতে হবে সেই লক্ষ্মীছেলের দলকে?
শিবপ্রসাদ নন্দিতার ‘লক্ষ্মী ছেলে’ বলবে লক্ষ্মীকে বাঁচাতে এক দুঃসাহসী ছেলের লড়াই। ছবির ট্রেলার শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,'এখনও তারা নির্ভীক... এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর... মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়... তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!'
ট্রেলারের শেষফ্রেমে এক পুরুষের রক্তমাখা পা রীতিমতো শিহরণ জাগায়! বাকি গল্প দেখতে অপেক্ষা ২৫শে আগস্ট ছবি মুক্তির।
আবারও শিবু নন্দিতার জুটি কামাল করতে চলেছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।






COMMENTS