পশ্চিমবাংলায় ন্যাচারোপ্যাথি চিকিৎসার উজ্জ্বল নক্ষত্র ডঃ এন. পি. সিং

অমিয় শাসমল, কলকাতাঃ ন্যাচারোপ্যাথি’র ইতিহাস:    সুদূর অতীতে যখন ওষুধ বা Drugs আবিষ্কার হয়নি তখন মানুষ যেকোনো রকম শারিরীক সমস্যার সমাধানে প...


অমিয় শাসমল, কলকাতাঃ

ন্যাচারোপ্যাথি’র ইতিহাস:  

সুদূর অতীতে যখন ওষুধ বা Drugs আবিষ্কার হয়নি তখন মানুষ যেকোনো রকম শারিরীক সমস্যার সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতো। প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকার ফলে কোনো ধরনের শারীরিক সমস্যায় কী প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে সে সম্পর্কে তাদের মধ্যে একটা আপাত ধারণা তৈরি হয়ে গিয়েছিল। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই ধারণা ও পদ্ধতির পরিবর্তন হয়েছে। প্রাচীন সিন্ধু সভ্যতা, গ্রিস ও রোমের সভ্যতায়ও এই প্রাকৃতিক প্রয়োগ ছিল। অনেক পরে এটা যে একটা চিকিৎসা পদ্ধতি হতে পারে সেই ধারণা নিয়ে " Naturopathy" শব্দটির প্রথম উদ্ভাবন করেন John Scheel 1895 খ্রিস্টাব্দে। তারপর বিংশশতকের দ্বিতীয়ার্ধে এই পদ্ধতি জনপ্রিয়তা লাভ করে Benedict Lust এর হাত ধরে। ন্যাচারোপ্যাথি’র ধারণা ইউরোপ ও আমেরিকায় বিপুল সংখ্যক জনগণের মধ্যে প্রচার করার জন্য তিনি 1992 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশেষভাবে প্রসংশিত হয়েছিলেন। এই কারণে তাকে " Father of Naturopathy" বলা হয়। ভারতবর্ষে এই ধারণার প্রচার শুরু হয় ঊনিশ শতকের শেষদিকে। জাতির জনক মহাত্মা গান্ধী এই চিকিৎসা পদ্ধতিকে অত্যন্ত ভরসাযোগ্য মনে করতেন। তবে কর্যাকরিভাবে এই ন্যাচারোপ্যাথি’র প্রয়োগ শুরু করেন Doctor Danishah 1920-21 খ্রিস্টাব্দ নাগাদ। বর্তমানে Drugless এই চিকিৎসা পদ্ধতি বিশ্বের উন্নত দেশগুলোতে গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে। ভারতবর্ষেও এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা দিনের পর দিন বেড়েই চলেছে। 


ন্যাচারোপ্যাথি কী: 

খুব সহজ কথায় প্রাকৃতিক উপায়ে চিকিৎসা পদ্ধতিই হচ্ছে ন্যাচারোপ্যাথি। এটা সম্পূর্ণভাবে Drugless একটা পদ্ধতি ও Non-invasive. সেইজন্য এই পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকেনা। প্রচলিত সবচেয়ে জনপ্রিয় দুটো চিকিৎসা পদ্ধতি - Alopathy ও Homeopathy - এই দুটোরই কমবেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কারণ এই দুই পদ্ধতিতে যে ওষুধ ব্যবহৃত হয় তার অধিকাংশই Internally Administrate করতে হয়, অর্থাৎ শরীরের ভেতরে ওষুধ প্রবেশ করাতে হয়। কিন্তু ন্যাচারোপ্যাথি সম্পূর্ণরূপে আলাদা একটা পদ্ধতি। এখানে কোনোরূপ Internal Administration এর প্রয়োজন হয় না। তাই এই পদ্ধতি তুলনামূলকভাবে অনেক কম কষ্টদায়ক, অনেক কম সময়ে বেশি ফলদায়ক এবং সর্বোপরি স্বল্পমূল্যেরও। চিকিৎসা বিজ্ঞানের যেটুকু পরিধিতে ন্যাচারোপ্যাথি কাজ করছে, সেখানে এতটা সহজ উপায়ে, এত অল্প সময়ে এবং এতটা অর্থ সাশ্রয়যুক্ত সুফালদায়ক বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা জানা নেই বিশেষজ্ঞ মহলের অধিকাংশেরই ।


বাংলার ন্যাচারোপ্যাথি চিকিৎসায় ডঃ এন পি. সিং  এর অবদান:

পশ্চিমবঙ্গে ন্যাচারোপ্যাথি চিকিৎসায় ডঃ প্রফেসর এন পি. সিং একটি জনপ্রিয় নাম। আজ থেকে প্রায় ৩০ বছর আগে প্রথাগত Alopathy ও Homeopathy চিকিৎসা পদ্ধতিকে যখন বঙ্গবাসী একমাত্র বিশল্যকরণী বলে ভাবতে শুরু করেছেন তখন চিকিৎসা জগতের কিছু দূরদর্শী, পরহিতব্রতী, ও সমাজসেবী ভাবুক মানুষ পূর্বোক্ত দুই চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্রমবর্ধমান ব্যয় বহুলতা নিয়ে চিন্তিত ছিলেন। অনেক চিন্তাভাবনা করে তারা প্রাচীন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ন্যাচারোপ্যাথি কে বৈজ্ঞানিকভাবে নতুনরূপে, নতুনভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। আর বাংলায় এই চিন্তাভাবনার পথিকৃৎ দর. ডঃ এন পি. সিং। তিনি Indian Yog & Naturopathy ’  সিলেবাস কমিটির সদস্য, WB Yog & Naturopathy ’র সিলেবাস কমিটির  অন্যতম সদস্য, ছাড়াও Parvati Vidyapith for Naturopathy ’র ডিরেক্টর। কোনোরূপ ওষুধ ছাড়াই শরীরের যেকোনো স্থানের Nornal Pain, Sprain, মচকে যাওয়া ব্যথা, Spine বা শিরদাঁড়ার ব্যাথা, Arthritis, প্রদাহ, Oedema, Migrain, Vertigo, পেটের সমস্যার সমাধানে, এমনকি শরীরকে detoxify করতে ন্যাচারোপ্যাথি’র মতো এত সহজ, স্বল্পমূল্যের ও অসাধারণ ফলদায়ক চিকিৎসা পদ্ধতি আর দ্বিতীয়টি নেই - এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা । 

প্রথমে ইউরোপে, ধীরে ধীরে আমেরিকায়, মধ্যপ্রাচ্যে ও ভারতবর্ষে বিপুল জনপ্রিয়তা করেছে এই ন্যাচারোপ্যাথি । আশা করা যায় আগামীদিনে আরো জনপ্রিয় হয়ে উঠবে। 

** ন্যাচারোপ্যাথি বিষয়ে আরও বিশদে জানতে নিচের link এ Click করে Dr. Professor N. P. Singh এর সাক্ষাৎকারটি দেখে নিন।


ভিডিও নির্মাণ ও স্বত্ত্বঃ  hello doctto

Contact Detail: 

Prof. Dr. N. P. Singh

Director at Parvati Vidyapeeth President at Indian Traditional Health Association President at Indian Yoga Naturopathy Doctors Association Central Board Member at Harijan Sevak Sangh Contact No : 87774 27741 Chamber : Parvati Vidyapeeth (15, Nazrul Sarani, Italgachha, Airport 1 no , Kol-79) Timing : Every Monday to Friday (10 am to 12 pm)

COMMENTS

নাম

অজানা তথ্য,5,আন্তর্জাতিক,6,ছোটগল্প,2,ডিয়ার বেঙ্গল,23,বিনোদন,19,ব্লগSHOT,24,ভাগ্যলিপি,1,ভারতকথা,3,ভ্রমন কাহিনী,7,লাইফস্টাইল,16,সাম্প্রতিক,100,স্বাস্থ্য কথা,13,হ্যাংলা পেটুক,6,
ltr
item
Bong24.in: পশ্চিমবাংলায় ন্যাচারোপ্যাথি চিকিৎসার উজ্জ্বল নক্ষত্র ডঃ এন. পি. সিং
পশ্চিমবাংলায় ন্যাচারোপ্যাথি চিকিৎসার উজ্জ্বল নক্ষত্র ডঃ এন. পি. সিং
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbv_RnHjmEJoboJBSfZp2ZHK5aOnSH6NtQl-Rg5L-zc2BamtSwruOxHuHCngJGB0q0rTrg4IhutY1DVRsLYmYKL_TiinQ6NN7IskwDf8R1e1-AZ61sZWSvlJ4HW3jUsg7tdjNnLjhDkGyiAUHRYCRQiUda7xLJFTbxAelcTw5vJ64SwF7c1tG9tg/s16000/why-consider-naturopathy-medicine%20copy.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbv_RnHjmEJoboJBSfZp2ZHK5aOnSH6NtQl-Rg5L-zc2BamtSwruOxHuHCngJGB0q0rTrg4IhutY1DVRsLYmYKL_TiinQ6NN7IskwDf8R1e1-AZ61sZWSvlJ4HW3jUsg7tdjNnLjhDkGyiAUHRYCRQiUda7xLJFTbxAelcTw5vJ64SwF7c1tG9tg/s72-c/why-consider-naturopathy-medicine%20copy.jpg
Bong24.in
https://www.bong24.in/2022/09/Naturopathy-dr-np-singh.html
https://www.bong24.in/
https://www.bong24.in/
https://www.bong24.in/2022/09/Naturopathy-dr-np-singh.html
true
3543138551337409656
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content