সঞ্জয় কুমার দত্ত, চাকদহঃ ঝাড়খন্ডের নানান অজ গাঁয়ে ওদের মা-বাবাদের বসতি । পেটের টানে বাংলায় এসে বসতি গড়ে নেয় নানান ইঁটভাটায়। চলতে থাকে...
সঞ্জয় কুমার দত্ত, চাকদহঃ ঝাড়খন্ডের নানান অজ গাঁয়ে ওদের মা-বাবাদের বসতি । পেটের টানে বাংলায় এসে বসতি গড়ে নেয় নানান ইঁটভাটায়। চলতে থাকে জীবনের লড়াই। অপরিকল্পিতভাবেই ওদের প্রতিটি ঘরেই জন্ম নেয় একের পর এক সন্তান । অথচ বসতবাটি একেবারেই অনিশ্চিত। আজ এ ভাটায় তো কাল ও ভাটায়। আবার কাজ না থাকলে বাড়ী ফিরে যাওয়া। এই যাযাবর জীবনে ওদের খাদ্য স্বাস্থ্য আর শিক্ষার সবটাই অনিশ্চয়তার দোলায় দোদুল্যমান, অনেকটা উইন্ডচাইমের মত, কিন্তু নেই শুধু মিষ্টি ছন্দ, ছন্দের জায়গায় ওদের রয়েছে শুধুই রুক্ষতা আর বিষাদে পরিপূর্ণ ছন্দহীন জীবন। খাবার থালায় শুকনো ভাত আর নুন, পরনে শতছিন্ন মলিন বেশভুষা আর অশিক্ষায় পরিপূর্ণ জীবন। এভাবেই বড় হয়ে ওঠে সমাজের সবচেয়ে অবহেলিত এই শিশুগুলো। ওরা বয়সে বড় হয় বটে কিন্তু বড় মানুষ আর ওদের হয়ে ওঠা হয় না - পেটের টানেই ওরা কেউ হয়ত কোন এক ইটাভাটার শ্রমিক আবার কেউ হয়ে ওঠে সমাজের অন্ধকার কাঁনাগলিতে নিষিদ্ধ নারী অথবা পুরুষ। এভাবেই চলতে থাকে এই অবহেলিত জীবনগুলি।
যেহেতু এসব ইটভাটার শ্রমিকদের কর্মক্ষেত্রে কোন রেশন কার্ড, ভোটার আইডি কিংবা আধার কার্ড থাকে না , তাই ভোটাধিকার কিংবা যে কোন সরকারী সুবিধা থেকে ওরা বঞ্চিত। ভোটাধিকার না থাকার কারণে রাজনৈতিক নেতাদের কাছেও ওরা অবহেলিত। তবে কিছু সামাজিক সংগঠন ও সমাজের কিছু ভাল মানুষের একান্ত চেষ্টায় এই অবহেলিত শিশুগুলো পায় আলোর দিশা। কেউ খাদ্য কেউ স্বাস্থ্য আবার কেউ শিক্ষা দিয়ে ওদের জীবন কিছুটা হলেও হাসি আর আনন্দে ভরে তোলে।
আমি নারী সব পারি (ANSP Trust) তেমনই এক সামাজিক সংগঠন। যারা বেশ কয়েক বছর ধরেই চাকদহে বেশ কিছু ইঁটভাটায় এই সব নারী ও শিশুদের খাদ্য বস্ত্র আর স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। ২০২০ - ২১ এর অতিমারীর সময় চাকদহের মুকুন্দনগর ইঁটভাটা, শান্তিইঁটভাটা, পি বি উব্লিউ ইঁটভাটা সহ চাকদহের লোধা বস্তি, তাতলা আদিবাসী বস্তিতে রেশন খাবার আর স্বাস্থ্যসেবা দিয়ে এসেছে নিয়মিত। আর এসব কারণেই সমাজের সচেতন মানুষরা আমি নারী সব পারি (ANSP Trust) এর যে কোন সামাজিক সেবার ঘোষণা শুনলেই সহযোগিতার হাত বাড়্রিয়ে দেন নির্দ্বিধায়।
ANSP Trust এর কার্যক্রমে প্রতিবছরই পুজোয় নতুন জামা আর শীতকালে শীতবস্ত্র আর কম্বল বিতরণ থাকে অবধারিত। সেই মতই গতকাল অর্থাৎ মহাতৃতীয়ার শুভদিনে ( ২৭শে সেপ্টেম্বর ২০২২) ছিল চাকদহের PBW ইঁটভাটা ও মুকুন্দনগর ইঁটভাটার শিশু ও নারীদের জন্য পুজোর বস্ত্র বিতরণ উৎসব । সারাটিদিন ANSP Trust এর সদস্যরা কাটিয়েছে নতুন জামা পাওয়া আনন্দমুখর ওই ক্ষুদে ক্ষুদে শিশুগুলোর আনন্দঘন এক দুপুরের স্বাক্ষী হয়ে।
মহাতৃতীয়ার শুভদিনের এই আনন্দ উৎসবের সব কৃতিত্বটাই তাদের - যাদের সহযোগিতায় সম্ভব হয়েছে এমন এক মহতী অনুষ্ঠানের। ANSP Trust এর পক্ষ থেকে সকল সহযোগি বন্ধু ও সদস্যকে শুভেচ্ছা ও ভালবাসা জানানো হয়েছে।
ঠিক এভাবেই প্রতিটি সচেতন মানুষ যদি ওদের পাশে এসে দাঁড়ায় - তবে হয়তো একদিন ওই ক্ষুদে ক্ষুদে শিশুগুলোর ভবিষ্যত ওই নিষিদ্ধ অন্ধকারে ঠাঁই নেবে না। ওরা খুঁজে পাবে পথের দিশা।

COMMENTS