Bong 24: ছোট্ট মেয়ে সমৃদ্ধি মুখার্জি। বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদা আর মামাকে নিয়ে ছোট্ট পরিবার ওদের। ভালবাসা ও ভাললাগা দিয়ে ভরপুর ওদের জী...



Bong 24: ছোট্ট মেয়ে সমৃদ্ধি মুখার্জি। বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদা আর মামাকে নিয়ে ছোট্ট পরিবার ওদের। ভালবাসা ও ভাললাগা দিয়ে ভরপুর ওদের জীবন, কোন কিছুরই অভাব নেই ওদের। সবার আদরে একটি করে বছর বেড়ে বড় হয়ে উঠছে সমৃদ্ধি।

সমৃদ্ধি খুব ছোটবেলা থেকেই দেখে এসেছে বাবা মা তাদের সব কাজের ফাঁকে কিছু সামাজিক কাজকর্মের মধ্যে জড়িয়ে আছে। আর সেখনে থেকেই ওর ঐসকল দুঃস্থ ছোট ছোট শিশুদের প্রতি ভালবাসার জন্ম নেয়। ২০২১ এ ৪র্থ জন্মদিনে সমৃ্দ্ধি’র দাবীতে প্রথমবার আমি নারী সব পারি (ANSP Trust) র আন্টি – আঙ্কেল আর PBW ইটভাটার শিশুদের সাথে ওই জন্মদিন পালন করেছিল। ওদের সাথে হৈ হুল্লোড়ে কাটায়েছিল সারাটি দিন ।

গতকাল ১৮ই সেপ্টেম্বর ২০২২ ছিল সমৃ্দ্ধির ৫ম জন্মদিন। সে উপলক্ষ্যে সমৃদ্ধি আমি নারী সব পারি (ANSP Trust)’র আঙ্কেল আন্টিদের সাথে হাজির হয়েছিল চাকদহের PBW ইটভাটায়। সেখানেই সমৃদ্ধি সারাটিদিন কাটায় ইটভাটার শিশুদের সাথে তার জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে। টিফিনের জন্য আয়োজন করা হয়েছিল কেক, চকলেট, ফ্রুটি, ডিম, লাড্ডু’র।


COMMENTS