Bong 24 : "আমি নারী সব পারি (ANSP) ট্রাস্ট" - দুঃস্থ মানব সেবায় এগিয়ে চলেছে, তবে বেশিদিন নয় - মাত্র ২ বছর বয়সেই ANSP Trust দ...
Bong 24 : "আমি নারী সব পারি (ANSP) ট্রাস্ট" - দুঃস্থ মানব সেবায় এগিয়ে চলেছে, তবে বেশিদিন নয় - মাত্র ২ বছর বয়সেই ANSP Trust দেখিয়েছে কিভাবে অসহায় দুঃস্থ মানুষ তথা নারী ও শিশুদের পাশে দাঁড়াতে হয়।
ANSP Trust এর মূল লক্ষ্য ছিল এই শ্রেণিবিভক্ত সমাজে যাদের কিছু নেই - ধর্ম,বর্ণ, ভাষা নির্বিশেষে তাদের পাশে দাঁড়ানো। তাদের আর্থ-সামাজিক বিকাশে যেটুকু সম্ভব সাহায্য করা। ANSP Trust সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যায় তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করতে। কখনো দুঃস্থ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা, পুজোয় নতুন বস্ত্র , শীতে শীতবস্ত্র আবার কখনো স্বাস্থ্য পরিষেবা নিয়ে ওদের পাশে।
অনুশীলন (এডুকেশন রিসার্চ সেন্টার) মূলত শিক্ষাবিস্তারে চাকদহে এই মুহূর্তে একটি বড় নাম। সমাজকে শিক্ষিত করে তোলাই অনুশীলনের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই অনুশীলন এ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানোর জন্য নিয়মিত পঠন-পাঠনের ব্যবস্থা ছাড়াও শিক্ষার্থীদের জন্য NEET এবং JEE এর প্রশিক্ষনের ব্যাবস্থা রয়েছে। অনুশীলনের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত শিক্ষিত ও মননশীল।ফলে এখানকার শিক্ষার্থীরা খুব উন্নতমানের আধুনিক শিক্ষা গ্রহন করে থাকে। ১ ডিসেম্বর '২১ থেকে চাকদহের রঞ্জনপল্লীতে অনুশীলনের পঠন-পাঠন নিয়মিত শুরু হয়েছে।
১লা ডিসেম্বর ২০২২ অনুশীলনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ANSP Trust পরিচালিত সামাজিক সংস্থার সহযোগীতায় চাকদহের মুকুন্দনগর ইটভাটার ৬৫টি পরিবারের হাতে তুলে দেবে শীতের কম্বল, এছাড়াও ১০০ টি শিশুর জন্যে থাকছে শিক্ষাসামগ্রী ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।
ঠিক এভাবেই অনুশীলনের মত প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান যদি এই সকল দুঃস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় একদিন সত্যিসত্যিই আমার বাংলা - সোনার বাংলা হয়ে উঠবে ।
কলমেঃ শাশ্বতী চ্যাটার্জি





COMMENTS