শ্বাশ্বতী চ্যাটার্জী, কলকাতাঃ করোনা মহামারী অতিক্রম করে পশ্চিমবঙ্গ এখন প্রবল ডেঙ্গুতে কাঁপছে।ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাংলায় ৫০ হা...
শ্বাশ্বতী চ্যাটার্জী, কলকাতাঃ করোনা মহামারী অতিক্রম করে পশ্চিমবঙ্গ এখন প্রবল ডেঙ্গুতে কাঁপছে।ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাংলায় ৫০ হাজার ছড়িয়েছে।সোমবার সল্টলেকে তিনজন মারা গেছেন।এক ভয়াবহ পরিস্থিতি।প্রত্যেকদিনই কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্যে সংক্রমণের সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি। ডেঙ্গুতে লাগিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় কলকাতা-সল্টলেকে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।
এমনকি নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও সামনে এসেছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি কলকাতা পুরসভার তরফেও ইতিমধ্যে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তবে জনসচেতনতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হচ্ছে সর্বস্তরে। বিশেষ করে জল জমতে না দেওয়া এই সমস্ত বিষয় মাথায় রাখার কথা বলা হয়েছে।কিন্তু আপাত দৃষ্টিতে কলকাতা সহ অন্যান্য পৌর সভার যথেষ্ট উদ্যোগ চোখে পড়ছে না।কোলকাতার মেয়র অন্যত্র রাজনৈতিক সভা করে বেড়াচ্ছেন।
এই আপদকালীন পরিস্থিতিতে পৌরসভাগুলো যেন অনেক নিষ্প্রভ।সামান্য কিছু মশা মারার তেল ছড়িয়েই দায়িত্ব শেষ করছে।তাছাড়া সেই তেল কতটা আসল ও কতটা ভেজাল মেশানো তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক মহল।কারণ গতবছর একটি ছবি ভাইরাল হয়েছিল।মশা মারার জন্য যে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছিলো সেই ব্লিচিংয়ের উপর একাধিক মশা বসে আছে।তখন ভেজাল ব্লিচিং এর তত্ত্ব সামনে এসেছিল।
ছবিঃ গুগুল







COMMENTS