শ্বাস্বতী চ্যাটার্জি, কলকাতাঃ শুনলে অবাক হতে হয়, তবু সত্য - একদম আনকোরা পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় যখন 'দোস্তজি' সিনেমার স্ক্রি...
এই সিনেমার সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত হয়ে গেছেন,টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।আসলে সিনেমা তৈরির পরেই পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় ওই সিনেমা প্রসেনজিতকে দেখায়।পরেরদিন ভোরে প্রসূনকে ফোন করে প্রসেনজিৎ বলেন,'ওই ছবি দেখে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি।শুধু মুগ্ধ হয়ে ভেবেছি।এবার বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি!'
ছবির কাহিনীটি ১৯৯৩ সালের বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে গঠিত।এখানে একজন নয়, নায়ক দু'জন।মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই শিশুর নিষ্পাপ বন্ধুত্ব ঘিরে আবর্তিত হয়েছে ‘দোস্তজি’। বাবরি মসজিদ ধ্বংস ঘটনার আঁচ রয়েছে ছবিতে। ভগীরথপুরের বাসিন্দা দুই বন্ধু পলাশ (আশিক শেখ) এবং সফিকুল (আরিফ শেখ)। সমস্ত ধর্মীয় বিভেদের বাধা টপকে গড়ে উঠেছে তাঁদের বন্ধুত্ব। দুই খুদে আশিক শেখ এবং আরিফ শেখ, নিজেদের অভিনয় দিয়ে গোটা বিশ্বের মন জয় করছে।
সুদূর জাপান থেকে পরিচালক প্রসূন জানিয়েছেন, ফিল্ম মেকিংয়ে আমার কোনও প্রফেশনাল ট্রেনিং নেই। আমি কোনও ফিল্ম স্কুলেও পড়িনি। কাউকে অ্যাসিস্ট করারও কোনও সুযোগ পাইনি। সেখান থেকে দাঁড়িয়ে প্রথম ছবিটা আজকে যতটুকু এসেছে, খুবই ভালো লাগছে। এটা আমাদের সকলের, গোটা টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। বিশ্বের ২৩-২৪টি দেশে ঘুরে দর্শক এবং সমালোচক সকলের কাছে প্রশংসিত হয়েছে। আশা করি আমাদের নিজেদের জায়গা, নিজেদের দেশ, বাংলার দর্শকের ভালো লাগবে ছবিটা। ভালো লাগছে খুব।
এখন নাগরিক সমাজকে বলতে হবে যে বাংলাতেও ভালো সিনেমা হয়। তারজন্য চাই যোগ্য দৃষ্টিভঙ্গি,মেধা আর সচেতন একটা মন।
'দোস্তজি’ ইতিমধ্যেই আন্তর্জাতিক নানা পুরস্কার পেয়েছে। যার মধ্যে রয়েছে ইউনেস্কোর ‘সিফেজ’ পুরস্কার। লন্ডন-এর ‘বিএফআই’ ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আঠারোটি দেশ ঘুরে আটটি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে পুরেছে এই ছবি। দেশ-বিদেশের মানুষের ভালোবাসা কুড়িয়ে এবার কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দোস্তজি'।
সংবেদনশীল কাহিনী নিয়ে গড়ে ওঠা বাংলা সিনেমা এখন আর হয় না।শুধু উগ্র নাচ,চটুল গান,উন্মুক্ত দেহাংশ হলেই মহানায়ক,মহানায়িকা হওয়া যায়।কিন্তু 'দোস্তজি' প্রমাণ করেছে যে বাংলার এই বেসুরো পরিবেশেও ভালো সিনেমা হয়।আশা করা যায় বাংলার সংবেদনশীল দর্শক 'দোস্তজি' কে ভালোভাবে গ্রহণ করবে।
ছবি: গুগল






COMMENTS