Visit nature's paradise 'Hatibari'
বং 24 ডেস্কঃ উড়িষ্যা-ঝাড়খন্ড সীমান্তে বেশ বড়ো অঞ্চল নিয়ে দাঁড়িয়ে আছে 'হাতিবাড়ি' এলাকা। দিনের বেলা শুধু গাছের মর্মর ধ্বনি আর অজস্র পাখির কোলাহল, আর রাতে প্রাকৃতিক নৈঃশব্দের মাঝে ডেকে ওঠা বন্যপ্রাণীর চিৎকারের মাঝে যদি ২/৩ টে দিন কাটানো যায়,তাহলে সারা বছরের ক্লান্তি যাবে দূর হয়ে। এখানে শাল,শিরীষ, পলাশ, মহুয়া আর সেগুনে ঘেরা ঘন জঙ্গলের মাঝে আপন বেগে বয়ে চলেছে সুবর্ণরেখা। তার মন কেমন করা স্রোতের আওয়াজে মুগ্ধ হবেন যে-কেউ। গাছপালার ঠাণ্ডা বাতাস গায়ে মেখে সারাদিন ঘুরে বেড়াবেন প্রকৃতির কোলে। আর রাত বাড়লেই কান পাতলে শুনতে পাবেন, চারপাশের নীরবতা ভেঙে ভেসে আসা বন্যপ্রাণীদের হুংকার। কি, হারিয়ে গেলেন তো ভাবনার জগতে? আসলে এমন প্রাকৃতিক রসে পূর্ণ হাতিবাড়ি।
এখানে দু'দিন থাকলে অবশ্যই একটা গাড়ি ভাড়া নিয়ে কয়েকটা অপূর্ব জায়গা ঘুরে আসতে পারেন। জঙ্গল আর সুবর্ণরেখা নদী তো আছেই। এছাড়াও যেতে পারেন চিল্কিগড়। সেখানে রয়েছে জামবনীর রাজা গোপীনাথ সিংহের বহু প্রাচীন রাজবাড়ি। যদিও তার বহু অংশই বর্তমানে ভগ্ন দশার পড়ে আছে। গাড়ি থাকলে ঘুরে আসতে পারেন কনকদুর্গা মন্দির থেকে। আর যদি ওড়িশার দিকে যান, তবে দুয়ারসিনি পাহাড়টাও ঘুরে নিতে পারেন। একবারে অনেক কিছু দেখে মনে উজাড় করে ভালোলাগা নিয়ে বাড়ি ফিরে আসবেন।
আর দেরি নয়,মন ঠিক করে ব্যাগ গুছিয়ে চলুন হাতিবাড়ি।
- শ্বাশ্বতী চট্টোপাধ্যায়




COMMENTS