নিজস্ব প্রতিনিধি : সাহস ও উদ্যমের প্রশংসা করতে হয়।এমন উদ্যোগ খুব কমই দেখা যায়।এটাই শুরু নয়।এই গগন খোসলাই ২০১৬ সালে সাইকেলে কাশ্মীর থেকে কন্...
নিজস্ব প্রতিনিধি : সাহস ও উদ্যমের প্রশংসা করতে হয়।এমন উদ্যোগ খুব কমই দেখা যায়।এটাই শুরু নয়।এই গগন খোসলাই ২০১৬ সালে সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী পাড়ি দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল।
এবার টার্গেট সোনালি চতুর্ভূজ। তিনটি জাতীয় সড়ক দিয়ে সাইকেলে ৩৪ দিনে ৬ হাজার কিলোমিটার পথ পেরোবেন ৬৬ বছরের গগন খোসলা। এবার টার্গেট সোনালি চতুর্ভূজ। তিনটি জাতীয় সড়ক দিয়ে সাইকেলে ৩৪ দিনে ৬ হাজার কিমি, নাম গগন খোসলা। নামের মতোই স্বপ্ন আর ইচ্ছেও তাঁর আকাশছোঁয়া। ৬৬ বসন্ত পেরিয়ে এখনও উদ্যমে ঘাটতি পড়েনি একবিন্দুও। সোনালি চতুর্ভূজ পরিভ্রমণে বেরিয়েছেন তিনি। দিল্লি থেকে কলকাতা, সেখান থেকে চেন্নাই তারপর মুম্বই। কিন্তু, বিমান বা ট্রেন নয়, স্রেফ সাইকেলে। সোমবার কলকাতায় পৌঁছন ষাটোর্ধ্ব গগন খোসলা। আন্তর্জাতিক এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছেন। উদ্দেশ্য কোভিড পরবর্তী সময়ে শিশুদের সাহায্য করা।
তাঁর এই ইচ্ছেকে সাধুবাদ জানিয়েছে সকলেই।সকলেই মনে করে এমন ইচ্ছে মনে জমা থাকলে সে অনেক অসাধ্য সাধন করতে পারে।



COMMENTS