নিজস্ব প্রতিনিধিঃ সেই দিঘা পুরী আর পাহাড় হলে দার্জিলিং!আর ভালো লাগছে না।একটু নতুনের স্বাদ নিয়ে ইচ্ছে করছে - তাই তো? তাহলে চলে আসুন রবীন্দ্...
নিজস্ব প্রতিনিধিঃ সেই দিঘা পুরী আর পাহাড় হলে দার্জিলিং!আর ভালো লাগছে না।একটু নতুনের স্বাদ নিয়ে ইচ্ছে করছে - তাই তো? তাহলে চলে আসুন রবীন্দ্রনাথের প্রিয় কলিংপং থেকে মাত্র ২৫ কিমি দূরে পাহাড়ের কোলে জেগে ওঠা মনোরম গ্রাম 'পাবং'এ।
দায়িত্ব নিয়ে বলছি যারা পাহাড় ভালোবাসেন,নির্জনতা ভালোবাসেন আর প্রকৃতির সৃষ্টির ঐশ্বর্যে মুগ্ধ হতে চান তাঁদের আদর্শ জায়গা 'পাবং'।
আর দেরি না করে পাহাড়ের কোলে একটি অফবিট জায়গা হতে পারে, আপনার জন্য উপযুক্ত ডেস্টিনেশন। এই অসাধারণ ডেস্টিনেশনে একবার বেড়াতে গেলেই মন বলবে বারবার চলে যাই। পাহাড়ি পরিবেশে পাহাড়, ঝর্ণা প্রকৃতির কোলে আপনি আপনাকে একেবারে উজাড় করে দিতে পারবেন।কালিম্পং থেকে এই ছোট্ট গ্রাম পাবং দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। তাই কালিম্পং এ বেড়াতে গিয়ে এক ছুটে বেরিয়ে আসতে পারেন এই জায়গাটি থেকে। আমরা অনেকেই চারখোলে বেড়াতে গিয়ে থাকি। চারখোল একটি অসাধারণ জায়গা। চারখোলে থেকে পাবং এর দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার। প্রকৃতির মাঝে যদি একটু সময় কাটাতে চান, তাহলে আর সময় নষ্ট না করে এবারের শীতের ছুটি কাটিয়ে আসুন কালিম্পংয়ের খুব কাছের গ্রাম পাবং থেকে।
সকালে বেরিয়ে বিকেলের মধ্যে আবার 'পাবং'এ।
থাকা-খাওয়া - যেহেতু পাবং এখনো ততটা পরিচিত নয়,তাই কোনো হোটেল নেই।কিন্তু আছে অনেক হোমস্টে।কোলকাতা থেকে on line booking করা যায়।ওদের নিজস্ব বাগানের টাটকা সবজি আর নিজস্ব ফার্মের চিকেন দিয়ে ভুরিভোজ অনেকদিন মনে থাকবে।সমস্ত হোমস্টে মাথা পিছু ভাড়া দৈনিক ১০০০-১৫০০ টাকার মধ্যে।তবে এর মধ্যেই ধরা থাকে চার বেলা খাওয়া ও ৩/৪ বার চা।
যাওয়া আসা - পাবংএ যাওয়া হয় বিমানে বাগডোগরা হয়ে গাড়ি ভাড়া নিয়ে অথবা ট্রেনে নিউ জলপাইগুড়ি গিয়ে গাড়িভাড়া করে।
মন মুগ্ধকরা পরিবেশে নিজেকে হারিয়ে ফেলুন কয়েকদিনের জন্য।
কলমেঃ শাশ্বতী চ্যাাটার্জি
সুযোগ পেলে যাব একবার।মনোমুগ্ধকর পরিবেশ।ভালোই লাগলো।
উত্তরমুছুন