Subhrajyoti of class 12 made an eco-friendly bike with his own hands.
বং 24 ডেস্কঃ মেধা বড়ো বিস্ময়ের জিনিষ।মেধা আর সঙ্গে চেষ্টা থাকলে মানুষ অসাধ্য সাধন করতে পারে।তাই করে দেখালো শুভ্রজ্যোতি।যাদবপুর বিদ্যাপীঠের এই ছাত্র ক্লাস ১২ এর ছাত্র। ছোটবেলা থেকেই নিজের হাতে নানারকম জিনিস পত্র বানাতে শুরু করে সে।এর আগেও নিজের হাতে micro controller ছাড়া home automation, speaker,rc car বানিয়েছে।
শুভ্রজ্যোতির অনেক দিনের শখ এবার নিজের হাতে বাইক বানাবে।পরিকল্পনা করেছে বেশ কিছুদিন ধরেই।কাগজ কলমে বাইক তৈরিও করে ফেলেছিল।শেষে অসাধ্য সাধন করেই ফেলল।Rx 100 বাইকের কথা সকলেরই জানা। আমাদের যেই বাইকটি তার স্বল্প ওজনের দরুন ভারত সরকার দ্বারা ব্যান করে দেওয়া হয়েছিল।সেই Rx 100 বাইকের বিভিন্ন যন্ত্রাংশ, রয়্যাল এনফিল্ডের জ্বালানি ট্যাংক, ই রিক্সার মোটর,অন্য দুটি আলাদা বাইকের চাকা প্রভৃতি যন্ত্রাংশ একত্রিত করে সে এই ই বাইকটি বনিয়েছেন।
শুভ্রজ্যোতির প্রথম থেকে মনে ছিল আর তেল পুড়িয়ে পরিবেশ দূষণ করবো না।পরিবেশ বান্ধব এই বাইকটিতে ব্যাটারি হিসেবে শুভ্রজ্যোতি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে। আর সেই ব্যাটারিও নিজের হাতে বানানো।বাইকটির সম্পূর্ন চার্জ অবস্থায় ৫৫ কিমি মাইলেজ দেয় এবং বাইকটির সর্বোচ্চ স্পিড ২৫ কিমি/ঘণ্টা।ইলেকট্রিক বাইক হওয়ায় লাইসেন্স ছাড়াই সেই বাইকটি চালাতে পারবে শুভ্রজ্যোতি। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ সকলেই শুভ্রজ্যোতির এই সাফল্যে গর্বিত।প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য জানান যে তার এই ছাত্রের পরিশ্রমে তিনি অনুপ্রাণিত।অবশ্য এই বাইকটি চালানোর সময় অবশ্যই যেনো ও হেলমেট ব্যবহার করে।
শুভ্র ও তার পরিবার খুব খুশি।শুভ্রর এই সাফল্যে ওর প্রতিবেশি ও বন্ধুরা খুব উৎফুল্ল।
- শ্বাশ্বতি চ্যাটার্জি

COMMENTS