বং 24, ডিয়ার বেঙ্গলঃ শুধু জল আর জল।শীতকালেই ধারে কাছে টুকটাক ঘুরে নেওয়ার সময়।মন চায় একটু রোদ মেখে কোনো নৈশব্দিক পরিবেশে একদিন বা দুদিন ...
বং 24, ডিয়ার বেঙ্গলঃ শুধু জল আর জল।শীতকালেই ধারে কাছে টুকটাক ঘুরে নেওয়ার সময়।মন চায় একটু রোদ মেখে কোনো নৈশব্দিক পরিবেশে একদিন বা দুদিন কোথাও ঘুরে আসি।বাংলায় এমন অজস্র ঘোড়ার জায়গা আছে,যার কথা হয়তো আমরা জানি না।তেমনি একটি জায়গা 'চুপি চর'।
চুপিতে গঙ্গানদী প্রাকৃতিকভাবেই একটা বিস্তৃত অশ্বখুরাকৃতি হ্রদ তৈরি করেছে।
সারাদিন নৌকায় চড়ে হ্রদের জলে ঘুরে বেড়ানো আর পাখি দেখা। নানারকমের দেশি-বিদেশি পাখির ভিড়। তবে এখানে ঘুরতে হবে নিঃশব্দে, যাতে পাখিদের অসুবিধা না হয়। বর্ধমানের এই অংশে গঙ্গা নদীর অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে। দুই থেকে তিন কিমি জুড়ে। হ্রদের জল ঘন নীল। নির্জনের স্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায় পাখির কলকাকলিতে। চুপিতে থাকার ব্যবস্থা নেই। ঘোরার শেষে নতুনগুড়ের মিষ্টি খেয়ে দেখুন।যাওয়া - বর্ধমান যাওয়ার মেইন লাইনের ট্রেন ধরে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে। সেখান থেকে রিকশা করে যেতে হবে চুপি চরে।
থাকা - চুপি চরে থাকার কোনো জায়গা নেই।বর্ধমান বা পূর্বস্থালিতে থাকার জন্য একাধিক হোটেল ও লজ পাবেন।
- শ্বাশ্বতী চ্যাটার্জি




COMMENTS