বং 24 ডেস্কঃ একেবারে পশ্চিমভারতের অন্যতম প্রদেশ 'রাজস্থান'।সারা পৃথিবীর ভ্রমণপিপাসু মানুষ রাজস্থানের পুষ্করে বেড়াতে যান একাধিক কার...
বং 24 ডেস্কঃ একেবারে পশ্চিমভারতের অন্যতম প্রদেশ 'রাজস্থান'।সারা পৃথিবীর ভ্রমণপিপাসু মানুষ রাজস্থানের পুষ্করে বেড়াতে যান একাধিক কারণে।পুষ্কর একটি ঐতিহাসিক শহর।আর্য ও অনার্য সংস্কৃতির যোগসূত্রের একাধিক ঐতিহাসিক নিদর্শন আছে পুষ্করে। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টানে। তাছাড়া ভারত তথা পৃথিবীতে হিন্দু ধর্মের স্বীকৃত একটি অন্যতম ব্রহ্মা মন্দির আছে পুষ্করে।
পুষ্কর আজিমগড় থেকে ১০ কিমি ও জয়পুর থেকে ১৫০ কিমি দূরে অবস্থিত। পুষ্কর হ্রদকে কেন্দ্র করে ওখানে অজস্র মন্দির আছে। মন্দিরগুলি বহু পুরোনো।এমনকি ওখানে এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, যা মহেঞ্জোদারোর সমকালীন বলে অনেকে মনে করেন। সে যাইহোক,পুষ্কর ভ্রমণ খুব অল্প ব্যয়ে হয়।ওখানকার হোটেল ও ধর্মশালার খরচ খুব কম।ওখানে আমিষ খাবার নিষিদ্ধ। ঘুরে দেখার জন্য অটো বা গাড়ি ভাড়া অন্যান্য ট্যুরিস্ট স্পট থেকে অনেক কম। ওখানে আপনি দেখবেন-
ব্রহ্মা মন্দির - সারা ভারত তথা পৃথিবীর অন্যতম ব্রহ্মা মন্দির এটি। মন্দিরটি বহু পুরোনো। তবে ১৪ শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের গর্ভগৃহে চার মাথা যুক্ত ব্রহ্মা ও তাঁর স্ত্রী গায়েত্রীর ছবি আছে। আর অবশ্যই যাবেন পুষ্কর হ্রদ দেখতে। ভ্রমনার্থীদের কাছে পুষ্কর হ্রদ 'তীর্থ গুরু' হিসাবে বিবেচিত হয়। প্রবাদ অনুযায়ী এই হ্রদে স্নান করলে সমস্ত রোগব্যাধি দূর হয়। সমস্ত হ্রদ ঘিরে ৪২ টি স্নানঘাট আছে।
এরপরে আপনি অবশ্যই যাবেন সাবিত্রী মাতার মন্দির ও রাঙ্গজি মন্দির। পুস্করের বরাহ মন্দির, শ্রী রমা বৈকুণ্ঠ মন্দির খুব বিখ্যাত। সময় করে উঠতে পড়লে অবশ্যই ঘুরে আসবেন।
ট্রেনে আজিমগড় বা জয়পুর পৌঁছালে তারপর যথেষ্ট অল্প খরচে অন্যতম ভারততীর্থ পুষ্কর ঘুরে আসতে পারেন।
- শ্বাশ্বতী চট্টোপাধ্যায়





COMMENTS