This time Dev will be seen in a new role. As is known, the actor will be seen in the titular role in the biopic of Jatin Mukherjee (Bagha Jatin).
বং 24 ডেস্ক: টলিউড সুপার স্টার দেব মানেই নতুন চমক। একটার পর একটা সুপারহিট বাংলা ছবির সাথে তাঁর নাম জড়িয়ে। নিজের প্রোডাকশন হাউস ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ এর ছবিই হোক বা অন্য কোনো প্রোডাকশন হাউস, সবেতেই তিনি সুপার ডুপার হিট। কয়েক মাস আগেই ‘কিশমিশ’ ছবির মাধ্যমে দর্শকদের মধ্যে দুর্দান্ত সাড়া ফেলেছিলেন তিনি। ‘টনিক’ ছবিতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও ‘কাছের মানুষ’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অনবদ্য ভূমিকায় দেখা যায় সুপারস্টারকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’। বাবা ছেলের এক মিষ্টি সম্পর্কের গল্প নিয়ে পরিচালক অভিজিৎ সেন তৈরী করেছেন ‘প্রজাপতি’ । এই গল্প শুধু প্রেমের নয়, সম্পর্কের নয়, এই গল্প বাবা-ছেলের সম্পর্কের এক অনন্য সমীকরণের। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় নানান সব রাজনৈতিক বিতর্ক। বিতর্কের সূত্রপাত হয় এই ছবি নন্দনে জায়গা না পাওয়া নিয়ে। অনেকেরই মত বিজেপি ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী ছবিতে অভিনয় করার জন্যই নাকি নন্দনে এই ছবি শো পায়নি। এই বিতর্ককে সঙ্গে নিয়ে রাজনৈতিক মহলে ‘প্রজাপতি’ নিয়ে জলঘোলা শুরু হয়। কিন্তু যতই জলঘোলা হোক, ‘প্রজাপতি’ -ও বক্স অফিসে দুর্দান্ত সফল। এবার দেবকে দেখা যাবে নয়া ভূমিকায়। যেমনটা জানা যাচ্ছে, যতীন মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর জীবনকাহিনীতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। এই ছবির মাধ্যমেই আবারও এক ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে সুপারস্টারকে। এর আগে এস ভি এফ এর প্রযোজনায় তৈরী ‘গোলন্দাজ’ ছবিতে বিখ্যাত ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকার ‘র চরিত্রে তাঁকে দেখা গেছে। ছবিটি বক্স অফিসে ভীষণ সাফল্য পেয়েছিল। এবার অরুণ রায়ের ছবিতে ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে দেবকে।
‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ রায় । এবার তিনি যতীন মুখোপাধ্যায় এর জীবনকাহিনী পর্দায় ফুটিয়ে তুলবেন। আর সেখানেই যতীন মুখোপাধ্যায় এর চরিত্রে দেখা যাবে দেবকে। আর এ ছবিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে নতুন মুখ সৃজা দত্ত কে যিনি একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। তিনি বর্তমানে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করছেন। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে স্ক্রিনটেস্ট করে, অডিশন নিয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রের জন্য বাছা হয়েছে সৃজাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ -এর পক্ষ থেকে ফাস্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে।
পরিচালক অরুণ রায়ের আগামী ছবি ‘বাঘা যতীন’ একটি পিরিয়ড ছবি, তাই নায়ক-নায়িকার লুকে রয়েছে সাবেকি ছোঁয়া। ছবিতে ১৯০৫ থেকে ১৯১৫ অবধি সময়কালকে তুলে ধরা হবে। ছবিতে বাঘের সঙ্গে যতীন্দ্রনাথের লড়াই, বুড়িবালামের যুদ্ধ, এমনকী ব্রিটিশ সরকারের অর্থ দফতরে তাঁর চাকরির গল্পও তুলে ধরা হবে।
ইতিমধ্যেই ‘বাঘা যতীন’ -এর শুভ মহরত হয়ে গেছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ সূত্রে খবর আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ২০২৩-এর পুজোয় মুক্তি পেতে পারে ‘বাঘা যতীন’ ।
COMMENTS