Jhilam-Karan: Jhilam's call to Bollywood! Karan Johar caught the eye of a Bengali YouTuber, shooting started this January
বং 24 ডেস্কঃ বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার ঝিলম গুপ্ত। বাংলা সিনেমা, সিরিয়াল থেকে সামাজিক নানান বিষয় নিয়ে মজার ভিডিও তৈরি করে জনপ্রিয় হুগলির এই মেয়ে। সহজ সরল বাচন ভঙ্গি আর সংযত ভাষার ব্যাবহার ঝিলমের ভিডিয়োর ইউএসপি। সবার মুখে হাসি ফোটাতে এক্সপার্ট ঝিলম। পাশের বাড়ির পরিচিত মেয়ের ইমেজ নিয়ে আজকের সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে উঠেছেন এই ইউটিউবার। তবে এবার আর বাংলার গণ্ডিতে আটকে থাকছেন না ঝিলম। এবার জাতীয় মঞ্চে দেখা যাবে তাঁকে, তাও আবার রুপোলি পর্দায়!
হ্যাঁ, খুব শীঘ্রই ঝিলম পা রাখছেন মায়ানগরী বলিউডে, তাও মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থার ব্য়ানারে। প্রযোজক করণ জোহরের আসন্ন ছবিতে নাকি ডাক পেয়েছেন ঝিলাম। সেই ছবির পরিচালক কলিন ডি কুনহা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির জন্য লুক টেস্ট দিয়েছেন ঝিলম। কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে ফোন পেয়ে লুক টেস্টে গিয়েছিলেন। সেখানে গিয়েই জানেন ছবির প্রযোজক নাকি করণ জোহর! পরিচালকের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও হয়েছে ঝিলমের।
এর আগে টলিউডে কাজ করেছেন ঝিলম। পাভেলের ‘কলকাতা চলন্তিকা’য় একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার আর বাংলায় আটকে থাকলেন না তিনি। বলিউডে ডাক পাওয়ার ব্যাপারে আোতত বিশেষ কিছু বলতে রাজী নয় ঝিলম। তবে ফোন যে এসেছিল তা মেনে নেন তিনি। জানান, চূড়ান্ত কোনও কথাবার্তা হয়নি, এমনকি চিত্রনাট্য, চরিত্র সম্পর্কে কোন ধারণাই নেই তাঁর। শোনা যাচ্ছে , এই মাসেই কলকাতায় ছবির শ্যুটিং শুরু করছেন কলিন ডি কুনহা। প্রায় তিন সপ্তাহ ধরে শ্য়ুটিং চলবে তিলোত্তমায়। ধর্মা প্রোডাকশনের ব্যানারে ‘দোস্তানা ২’ খ্যাত পরিচালনা করার কথা কলিন ডি কুনহার। এই ছবিতে লিড রোলে রয়েছেন জাহ্নবী কাপুর, লক্ষ্য লালওয়ানি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের কথা ছিল কার্তিক আরিয়ানেরও। তবে করণ জোহরের সঙ্গে ঝামেলার জেরে এই ছবি দেখে বাদ পড়েন কার্তিক। তারপর থেকেই ঝুলে রয়েছে এই প্রোজেক্ট। তবে দেখবার বিষয় হল ‘পিকে’র সহকারী পরিচালকের হাত ধরে ঝিলমের বলিউড সফর সফল হয় কিনা!


.jpg)
COMMENTS