I immediately decided to go to Purulia. The condition of the group was raised. Did not get the night train ticket.
রাজকুমার মুখার্জি, বং 24: হঠাৎ ঠিক করে ফেললাম পুরুলিয়া যাবো। উঠলো বাই তো কটক যাই গোছের অবস্থা। রাতের ট্রেনের টিকিট জুটলো না। অগত্যা ভোরে রূপসী বাংলা এক্সপ্রেসে আমরা দুই বুড়োবুড়ি বেরিয়ে পড়লাম। এবার সঙ্গে জুটিয়েছি আমাদের থেকে কিছুটা ছোট স্বপন আর রত্না কে। ওদের মেয়ে পায়েলের আসার কথা ছিল কিন্তু শেষমেশ পড়া, পরীক্ষা - ইত্যাদির প্যাঁচে পড়ে বেচারীর এযাত্রায় আসা হল না। ভোরবেলা আমরা যখন গাড়িতে উঠে চলে আসছি, বেচারা মুখ শুকিয়ে দাঁড়িয়ে ছিল।

ফৌজি কায়দায় শাল, ইউক্যালিপটাস রেল লাইনের দুধারে কুচকাওয়াজ করছে। ইতিউতি পলাশ গাছেরা দল বেঁধে উঁকি দিয়ে কুচকাওয়াজ দেখছে। বিবাহযোগ্যা কন্যার মত দু একটি খেঁজুর গাছ লুকিয়ে লুকিয়ে তামাশা দেখে উচ্ছসিত, তামাশার রস টপটপ করে ঝরে পড়ছে বাঁধা হাঁড়িতে।
শালবনি, গড়বেতা, আদ্রা পেরিয়ে ট্রেন এসে থামলো পুরুলিয়া। Toto ধরে হোটেলে এসে স্নান সেরে চললাম চক বাজার। এখানে সাধারণ ভাতের হোটেলে অসাধারণ সুস্বাদু কুঁচো মাছের ঝাল দিয়ে ভাত খেলাম। Toto ঠিক করে সাহেব বাঁধ। এক বিরাট জলাশয় রেলিং দিয়ে ঘেরা। কেবল মাত্র রক্ষণাবেক্ষণ করার অভাবে দুই তৃতীয়াংশ পানায় ভর্তি। এখানেই সূর্য মন্দির। একটু এগোলেই জেলা বিজ্ঞান কেন্দ্র।
জেলা বিজ্ঞান কেন্দ্র আমাদের বিড়লা মিউজিয়াম এবং সায়েন্স সিটির মিউজিয়ামের ছোট সংস্করণ। সঙ্গে রয়েছে আকাশে তারা চেনানোর তারামণ্ডল। কলকাতার মতন না হলেও বেশ ভালো। এবার চললুম রামকৃষ্ণ মঠ। শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে। অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ মন্দির। বিশাল তোরণ পেরিয়ে দেবদারু গাছের স্নিগ্ধ ছায়া বিছানো পথ। পথের শেষে মন্দির। মন্দিরের ফুলের বাগানটি চমৎকার। যত্ন নিয়ে বাগান করা। সন্ধ্যে বেলা চলে এলাম চক বাজার। ঘুরে ঘুরে বাজার দেখা।
এখানে বেশ ঠাণ্ডা। আজ বোধহয় ৭/৮ ডিগ্রী হবে। অগত্যা রাতের খাবার খেয়ে হোটেলে এসে বিশ্রাম নেওয়াই উচিৎ কাজ হবে। তাড়াতাড়ি রাতের খাবারের পাট চুকিয়ে হোটেলের ঘরে সেঁধিয়ে গেলাম।
খেয়ে ফেরার পথে দেখেনিলাম ধীবর পল্লীর দুর্গা মন্দির। এই মন্দিরটি পুরুলিয়া শহরের একটি বিশেষ দ্রষ্টব্য। পুরুলিয়া এলে সময় করে এগুলো ঘুরে দেখবেন।
কাল সকালে যাবো অযোধ্যা পাহাড়। কাল সকাল আটটা বা সাড়ে আটটায় গাড়ি আসবে। শুনেছি এখন নাকি ওখানে খুব ভীড়!
কালকের গল্প কাল হবে।
Gr8
উত্তরমুছুন