1975 was a turbulent year for the youth. Naxalbari movement has started. Young people are walking around with their lives in their hands.
বং 24 ডেস্কঃ কাবেরীর খোঁজে শহর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। হন্যে হয়ে কাবেরীকে খুঁজে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি নিশ্চয়ই কোন উদ্দেশ্য নিয়ে শহরের প্রতি প্রান্তে পোস্টার লাগিয়েছেন।
আমরা সবাই জানি কৌশিক গঙ্গোপাধ্যায় এর ছবি মানেই প্রচারে কিছু নতুনত্ব। এবারেও তাই হল। কাবেরীর খোঁজে পোস্টারে ঢেকে গেল শহর। কিন্তু উদ্দেশ্য কি সফল হল? মানুষের চোখে কতটা পড়ল? উত্তরে কৌশিক জানান, 'রাস্তাঘাটে লোকজন দেখছে। একজন মহিলা যাঁর বয়স এখন ৭৮-৭৯ তাঁর খোঁজ চলছে অল্প বয়সের একটা আবছা ছবি দিয়ে। বিষয়টা অনেকেরই চোখে লেগেছে। আজও বাসস্ট্যান্ডে, রাস্তায় অনেকে দেওয়ালে সাঁটা পোস্টার পড়েন।
কিন্তু হঠাৎ ছবিতে এমন উত্তাল সময়কে কেন তুলে ধরা হল? এটার নেপথ্যে নিশ্চয়ই কোন কারণ আছে। ১৯৭৫ সাল যৌবনের জন্য উত্তাল। নকশালবাড়ি আন্দোলন শুরু হয়ে গিয়েছে। প্রাণ হাতে করে যুবকরা ঘুরছে। নকশাল সন্দেহে সরকার যাকে পারছে তাকে ধরে আনছে। ভয়াবহ অবস্থা চারদিকে। এই টালমাটাল অবস্থায় প্রেমটা কীভাবে বেঁচে ছিল, কতটা জোর ছিল তার, বা সেই প্রেমে ভবিষৎ কী সেটাই এই ছবিতে তুলে ধরতে চাওয়া হয়েছে। যৌবনের একটা অন্যতম অংশ হল প্রেম। কিন্তু সেই প্রেমের কী অবস্থা হয়েছিল উত্তাল সময়ে সেটাই দেখানো হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় জানান “মনে রাখবেন মাটিতে দাঁড়িয়ে ভালোবাসার আলিঙ্গন একরকম হয়। সেটাই যখন এভারেস্টের চূড়ায় হয় সেটার গভীরতা, বহিঃপ্রকাশ বদলে যায়। একই রকমভাবে উত্তাল সমুদ্রের টালমাটাল হতে থাকা নৌকোর মধ্যে আলিঙ্গন পাল্টে যায়”
আজকেই অর্থাৎ ২০শে জানুয়ারী ২০২২ সিনেমা হলে হইহই করে আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'কাবেরী অন্তর্ধান'। অনেক হেঁয়ালি হয়েছে। প্রযোজনা সংস্থা এবং পরিচালক দু’জনেই লুকোচুরি খেলেছেন বিস্তর। তারপর ঘটা করে জানালেন লুকোচুরির হেতু। অবশেষে জানা গেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান' মুক্তি পাচ্ছে কোন তারিখে।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বাংলা ছবি ‘লক্ষ্মী ছেলে’। রেশ কাটতে না-কাটতেই জানা গেল মুক্তি পেতে চলেছে অভিনেতা-পরিচালকের আরও একটি ছবি ‘কাবেরী অন্তর্ধান’। ছবির ঘোষণা যদিও তিনি সেরে রেখেছিলেন অনেক আগে। অবশেষে ঘোষণা দিলেন ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২০ জানুয়ারি।
‘কাবেরী অন্তর্ধান’-এ অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটা একটা মস্ত বড় চমক হতে চলেছে। ছবির প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। কৌশিকের সঙ্গে প্রসেনজিতের ‘দৃষ্টিকোণ’ তৈরি করেছিল সুরিন্দর। তৈরি করেছিল ‘জ্যেষ্ঠপুত্র’ও। তবে এটি কেবল প্রসেনজিৎ, শ্রাবন্তীর ছবি নয়। ছবিতে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কৌশিক সেন, পূরব শীল আচার্যর মতো দারুণ অভিনেতারাও। এই রোম্যান্টিক থ্রিলার ছবিটির প্রেক্ষাপট সত্তর দশকের এমার্জেন্সি। উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশে ছবির শুটিং হয়েছে। এই জায়গাটি কৌশিকের অত্যন্ত প্রিয়। ফলে বারবার উত্তরবঙ্গেই শুটিং করার কথা পরিকল্পনা করেন তিনি। তিনিই এই ছবির চিত্রনাট্যকার।
পরিচালক আগেই সংবাদ মাধ্যমকে ছবি সম্পর্কে বলেছিলেন, “ কাবেরী অন্তর্ধান আমার হৃদয়ের খুব কাছের একটি ছবি। এমার্জেন্সি সময়কার টালমাটাল পরিবেশকে ধরার চেষ্টা করেছি আমার এই ছবিতে। এটি মূলত একটি সময়ের দলিল হয়ে থাকবে। ফের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। শ্রাবন্তী, চূর্ণী, কৌশিক, অম্বরীশ, পূরব – ওরাও আমার ছবির খুবই গুরুত্বপূর্ণ অংশ। দর্শক যেভাবে আমার ছবিকে এতকাল সাপোর্ট করে এসেছেন, আমার বিশ্বাস এবারও তাই করবেন।”
COMMENTS