Himachal Pradesh means the search for the mysteries of the Himalayas. Almost all places in Himachal are the focal point of tourist attraction.
বং 24 ডেস্কঃ হিমাচল প্রদেশ মানেই হিমালয়ের রহস্যের খোঁজ। হিমাচলের প্রায় সমস্ত জায়গাই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। কিন্তু এখন এমন দু'একটা জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে মেলে ধরেছে,কিন্তু পর্যটকদের ততটা যাতায়াত নেই। তেমনি একটি জায়গা 'পিনভ্যালি'। হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার একটি অপূর্বসুন্দর ও চমৎকার উপত্যকা রয়েছে। রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা পিনভ্যালি জাতীয় উদ্যানের জন্য বিশেষ পরিচিত। পিন নদী দ্বারা বেষ্টিত, স্পিতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি উপত্যকা আপনাকে মুগ্ধ করবে। এর প্রাকৃতিক সৌন্দর্য
পটভূমিতে বরফাবৃত পাহাড়ের চূড়া, পাহাড়ের বুকে সবুজ বনাঞ্চল। হিমালয়ের এমন উপত্যকা যে কোনও পর্যটককে দ্রুত সম্মোহন করতে পারে। রঙিন ফুলের ক্ষেত, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, নিস্তব্দতায় ঘেরা বিচ্ছিন্ন একটি পাহাড়ি এলাকায় নিজেকে হারিয়ে ফেলতে পাড়ি দিতে পারেন পিন ভ্যালিতে।
কি কি দেখবেন ?
এখানে রয়েছে ১৩৩০সালে নির্মিত কুংরি মঠ। ভাগ্য ভালো থাকলে সুন্দর ও প্রাচীন বৌদ্ধ বিহারে থাকার সুযোগও হতে পারে। এই উপত্যকার প্রধান আকর্ষণ হল বন্যপ্রাণী। উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গাড়িতে নয়, হেঁটে বা ট্রেক করে অনুভূতি নিন। ভাগ্য সহায় থাকলে এই স্থানে বিরল প্রাণী র সন্ধানও করতে পারেন।
পিন ভ্যালিতে পৌঁছানোর জন্য প্রথমে স্পিতি উপত্যকার কাজা ও ধনকারের কাছে পৌঁছাতে হবে। এর জন্য কেউ সিমলা, পিও, পুহ, নাকো ও তারপর ধানকার হয়ে ভ্ৰমণ করতে পারেন। আবার মানালি রুট ধরে প্রথমে কাজা ও তারপর ধানকার পৌঁছাতে পারেন। ধানকার থেকে কাজার অভিমুখে আটগার্গো ব্রিজ ধরে পিন ভ্যালিতে পৌঁছে যেতে পারবেন।
পিনভ্যালিতে থাকার একাধিক জায়গা আছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি জায়গা আপনি বেছে নেবেন। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে স্পিতিকে। গেস্ট হাউস, হোমস্টে এখানে অনায়াসেই পেয়ে যাবেন। এই এলাকার বিখ্যাত মাড গ্রামে সর্বাধিক সংখ্যক হোমস্টে ও গেস্টহাউস রয়েছে, বাজেট ও প্রয়োজন অনুসারে বেছে নিতে পারেন। আরও দুটি গ্রাম রয়েছে- গুলিং ও সঙ্গমেও বেশ কয়েকটি আবাসনের বিকল্প পথ রয়েছে। কত ভাড়া? দিন প্রতি ১০০০টাকা থেকে ২০০০টাকার মধ্যে আপনি হোমস্টে বা গেস্টহাউস পেয়ে যাবেন। অনুপম নিসর্গের স্বাদে পূর্ণ পিনভ্যালি আপনাকে ব্যর্থ করবে না তা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
COMMENTS